ইতিহাসে প্রতিদিন

bcv24 ডেস্ক    ০৯:৫৬ পিএম, ২০১৯-০৬-১৩    827


ইতিহাসে প্রতিদিন

আজ ১৪ জুন (শুক্রবার) বিশ্ব রক্তদাতা দিবস। নিরাপদ রক্তের আদান-প্রদান ও রক্তদানের আগ্রহকে বিশ্বব্যাপী জনপ্রিয় করার প্রত্যয় নিয়ে ১৪ জুন পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণারত সংক্রামক ও পীড়ানাশক

বিশেষজ্ঞ কার্ল ল্যান্ড স্টেইনার ১৯০০ শতাব্দীর প্রারম্ভে অইঙ ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। তার আবিষ্কার রক্ত আদান-প্রদানের সূচনা ঘটিয়ে চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক উন্নয়ন সাধন করে। ১৯৪০ সালে কার্ল স্টেইনার ও আমেরিকান গ আলেকজান্ডার এস ওয়েনার রক্তের জয ঋধপঃড়ৎ আবিষ্কার করেন। ল্যান্ট স্টেইনারের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনার্থে আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশন এবং রক্ত সঞ্চালন বিষয়ক আন্তর্জাতিক সোসাইটি ১৪ জুনকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে নির্বাচন করে। ১৯৯৫ সালে আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়।

১৮২০ সালের এই দিনে মোহাম্মদ আলী পাশার নেতৃত্বে মিশরীয় বাহিনী, সুদানে হামলা চালিয়ে দেশটির একটি বড় অংশ দখল করে নেয়। একই সাথে বৃটিশ বাহিনীও সুদানের অপর একটি অংশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে। এর পর সুদানের জনগণ ১৮৮১ সাল থেকে মাহদি সুদানির নেতৃত্বে মিশর ও বৃটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। মাত্র কয়েক বছরের ব্যবধানে ১৮৮৫ সালে সুদানের জনগণ বৃটিশ ও মিশরীয় বাহিনীকে পরাজিত করে দেশের একটা বিশাল ভ‚খন্ড দখলদার মুক্ত করতে সক্ষম হয়। কিন্তু ১৮৯৮ সালে বৃটিশ ও মিশরীয় বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে মাহদি সুদানির গণবাহিনীকে পরাজিত করে এবং আর এর পরই মিশরীয় ও বৃটিশ বাহিনী একটি চুক্তির ভিত্তিতে যৌথভাবে সুদানকে পরিচালিত করতে থাকে। ঐ ঘটনার অনেক বছর পর ১৯৫৬ সালে সুদান পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৮৩০ সালের এই দিনে ফরাসি বাহিনী আলজেরিয়ায় অভিযান শুরু করে। তবে ফ্রান্সের আগ্রাসনের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণ প্রথম থেকেই সোচ্চার ছিল। আলজেরিয়াবাসী এক পর্যায়ে সশস্ত্র সংগ্রাম শুরু করে। গণ প্রতিরোধ সত্ত্বেও ফরাসি বাহিনী ১৯১০ সালে আলজেরিয়াকে আনুষ্ঠানিক ভাবে নিজেদের উপনিবেশ হিসেবে ঘোষণা করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে গণ প্রতিরোধ তীব্রতর হয় এবং ১৯৬২ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল চার্লস দে গাওলে বাধ্য হয়েই আলজেরিয়াকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন।

১৮৮৬ সালের এই দিনে রাশিয়ার স্বনামধন্য লেখক আলেকজান্ডার নিকোলাইভিচ অস্ট্রোফস্কি মৃত্যুবরণ করেন। তিনি ১৮২৩ সালে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন। কিন্তু এরপরও তিনি নিজের চেষ্টায় উচ্চ শিক্ষা অর্জন করেন। নাটক লেখার ক্ষেত্রে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। সমালোচনাধর্মী নাটকের কারণে তিনি তৎকালীন শাসক গোষ্ঠীর রোষানলে পড়েন এবং সরকারী চাকুরি থেকে তাকে বরখাস্ত করা হয়। " এ ডমেস্টিক পিক্চার' হলো তার লেখা প্রথম নাটক।

১৯৮৬ সালের এই দিনে লাতিন আমেরিকার বিখ্যাত লেখক খুর্খা লুইস বুরখাস মৃত্যুবরণ করেন। তিনি আর্জেন্টিনায় জন্ম গ্রহণ করেন ও কিশোর বয়স থেকেই লেখালেখির পর তার দারুণ ঝোক ছিল। তাই প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং লাতিন আমেরিকার বিখ্যাত রম্য লেখকে হিসেবে পরিচিতি লাভ করেন। তার লেখা কবিতাগুলো এখনও পাঠকদের মনের খোরাক মিটিয়ে চলেছে।

হিজরী ৮১১ সালের এই দিনে ইরানের বিখ্যাত কবি ও আরেফ ফরিদ উদ্দিন আত্তার নিশাবুরি মোঙ্গলদের হামলার সময় মৃত্যুবরণ করেন। তিনি হিজরী ৫৪০ সালে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছিলেন ওষুধ বিক্রেতা। বাবার মৃত্যুর পর ফরিদ উদ্দিন আত্তার নিশাবুরি ওষুধ বিক্রির পেশাকেই বেছে নেন। পেশাগত কারণেই তিনি চিকিৎসা শাস্ত্রে ব্যাপক জ্ঞান অর্জন করেন। বলা হয়ে থাকে প্রতিদিন তার কাছে কমপক্ষে পাঁচ'শ জন রোগী চিকিৎসা নিতে আসতেন। রোগীদেরকে তিনি তার নিজের তৈরী ওষুধ দিতেন। ফরিদ উদ্দিন আত্তার নিশাবুরি অন্তত ৩০ টি বই লিখে গেছেন। তার বিখ্যাত একটি বই হচ্ছে, মানতিকে তাইয়ার বা পাখির সমাবেশ। আত্তারের কবিতা রুমিসহ বহু আধ্যাত্মিক কবির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি কিছু আধ্যাত্মিক ব্যক্তিত্বকে নিয়ে দীর্ঘ দিন বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। তিনি গবেষণার মাধ্যমে যে জ্ঞান অর্জন করেন,তা কবিতার আকারে লিখে গেছেন। ইরানের উত্তর-পূর্বাঞ্চলের নিশাবুর শহরে তার কবরস্থান রয়েছে।

২০০৭ সালের এই দিনে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে অন্যায় ভাবে বরখাস্ত করে জরুরি অবস্থা ঘোষণা করেন। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানন্ত্রীকে বরখাস্তের ঘটনায় সচেতন বিশ্ববাসী বিস্মিত হয়। পরে মাহমুদ আব্বাস, সালাম ফাইয়াজকে নয়া প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় দল হামাস, মাহমুদ আব্বাসের ঐ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে। এর ফলে হামাস ও ফাতাহ মধ্যে বিরোধ আরও বৃদ্ধি পায়।

সুলতান গিয়াসউদ্দিন বলবনের ইন্তেকাল (১৫৫৮)

ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা দৈনিক সংবাদ প্রভাকর প্রকাশিত (১৮৩৯)

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ প্রকাশিত (১৮৫৫)

নরওয়েতে নারীর ভোটাধিকার স্বীকৃত (১৯০৭)

সাবেক সম্রাট বাও দাইর নেতৃত্বে সায়গলে ভিয়েতনামী রাষ্ট্র প্রতিষ্ঠা (১৯৪৯)

বিশ্বের প্রথম মহিলা নভোচারী ভ্যালেনতিন তেরেশকোভার মহাশূন্য যাত্রা (১৯৬৩)

বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন (১৯৭৫)

ঐতিহাসিক নগরী লেনিনগ্রাদের নতুন নামকরণ পিটার্সবার্গ (১৯৯১)

তানসু সিলার তুরস্কের প্রখন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত (১৯৯৩)

বাংলাদেশের মাগুরছড়া গ্যাস ফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত (১৯৯৭)

কসোভোতে প্রথম গণকবরের সন্ধান লাভ । ৮১টি কঙ্কাল উদ্ধার (১৯৯৯)


রিটেলেড নিউজ

বাংলাদেশে সবচেয়ে মজলুম গোষ্ঠী সাংবাদিকরাই

বাংলাদেশে সবচেয়ে মজলুম গোষ্ঠী সাংবাদিকরাই

বাবলু চৌধুরী

বাংলাদেশে শ্রমিক হিসেবে সবচেয়ে মজলুম গোষ্ঠী হল সাংবাদিকরা। তাদের কেবল বেতন সামান্য তাই নয় সাংবাদ... বিস্তারিত

কানাডায় নারীর হাইমেন সার্জারি এখনও বৈধ কেন?

কানাডায় নারীর হাইমেন সার্জারি এখনও বৈধ কেন?

বাবলু চৌধুরী

আমরা এখন ২০২২ সালের সময়ের জীবন যাপন করছি। এমন সময়ে যদি শোনেন ভার্জিনিটি একটি পণ্য আপনার সামর্থ্য থ... বিস্তারিত

বিশ্বাস ও সম্মান গাঁথা থাকলে সব ভালোবাসাই প্রেমের কাব্য

বিশ্বাস ও সম্মান গাঁথা থাকলে সব ভালোবাসাই প্রেমের কাব্য

বাবলু চৌধুরী

ইতিহাসে ভালোবাসার নানা গল্প। গল্প নিয়ে মহাকাণ্ড। কেউ বলেন ১৪ ফেব্রুয়ারি দিনে রোমান দেব-দেবীর রান... বিস্তারিত

ওরা ধর্ষক, আমরা দর্শক: বিকল রাষ্ট্রযন্ত্রের ‘কুম্ভকর্ণের সুখনিদ্রা’ কখন ভাঙবে?

ওরা ধর্ষক, আমরা দর্শক: বিকল রাষ্ট্রযন্ত্রের ‘কুম্ভকর্ণের সুখনিদ্রা’ কখন ভাঙবে?

বাবলু চৌধুরী

ডিসকভারি চ্যানেলে বাঘ যখন তার হিংস্র থাবায় শিকারীকে ছিন্নবিচ্ছিন্ন করে তাকে ভক্ষণ করে তখন আমরা শ... বিস্তারিত

শেখ হাসিনার হাতে পিতার পতাকা

শেখ হাসিনার হাতে পিতার পতাকা

তোফায়েল আহমেদ

১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল। মওলানা আবদুল হাম... বিস্তারিত

বিষ্ফোরণে নিহত আবুল কাশেমের পরিবারের কী হবে?

বিষ্ফোরণে নিহত আবুল কাশেমের পরিবারের কী হবে?

মুহাম্মদ নাজমুল হাসান

যৌবনের পুরো সময়টা কাটিয়েছিলেন প্রবাসে। সুখ নামক সোনার হরিণ ধরা হয়নি ওমানের তপ্ত রোধে ১৮ বছরের বেশ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত